বুধবার ৩০ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর

Sampurna Chakraborty | ০৯ ডিসেম্বর ২০২৪ ০৪ : ৩০Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে এখনও জট কাটল না। সূত্রের খবর, বুধবার এই মার্কি টুর্নামেন্ট নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করবে আইসিসি। দীর্ঘ আলোচনার পর শেষপর্যন্ত হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন ট্রফি করতে রাজি হয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। কিন্তু ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থাকে একটি শর্ত দেয় পিসিবির কর্তারা। তাঁদের দাবি, ভবিষ্যতে ভারতে আয়োজিত যাবতীয় আইসিসি টুর্নামেন্টও হাইব্রিড মডেলে করতে হবে। যা শুনে কোনওভাবেই রাজি হয়নি ভারতীয় ক্রিকেট বোর্ড। স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, ভারতে কোনও নিরাপত্তাজনিত সমস্যা নেই। যার ফলে টুর্নামেন্ট অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার প্রশ্নই নেই। কিন্তু এই সিদ্ধাতে অনড় পাকিস্তান বোর্ড। ভবিষ্যতে ভারতে আয়োজিত সমস্ত আইসিসি টুর্নামেন্ট হাইব্রিড মডেলে চায় তাঁরা। এই মর্মে আইসিসির থেকে লিখিত নিশ্চয়তা চাওয়া হয়েছে। এই শর্তেই চ্যাম্পিয়ন ট্রফি হাইব্রিড মডেলে করতে রাজি পাকিস্তান।
সোমবার বোর্ডের এক সূত্র জানান, 'পাকিস্তান ক্রিকেট বোর্ড আইসিসির থেকে লিখিত নিশ্চয়তা চায়। দাবি, ভবিষ্যতে ভারতে আয়োজিত সব আইসিসি টুর্নামেন্ট যেন হাইব্রিড মডেলেই হয়। সম্ভবত বুধবার চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।' চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে আইসিসির সিদ্ধান্তের দিকে নজর রাখছে এমিরেটস বোর্ড। সূত্রের খবর, দুবাইয়ে ভারতের ম্যাচ হওয়া প্রায় নিশ্চিত। মধ্যস্থতায় আসার আগে রবিবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে দেখা করেন পিসিবির প্রধান। আগেই পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান জানিয়েছিলেন, চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে কোনওরকম সিদ্ধান্তে পৌঁছনোর আগে সরকারের সঙ্গে তাঁরা আলোচনা করতে চান। ১৯ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ চ্যাম্পিয়ন্স ট্রফি চলবে। শেষপর্যন্ত কীভাবে টুর্নামেন্ট আয়োজিত হবে, সেদিকেই সবার নজর। তবে পরিস্থিতি অনুযায়ী, ভারতের ম্যাচগুলো দুবাইয়ে হবে। বাকি খেলাগুলো পাকিস্তানে হবে। টিম ইন্ডিয়া সেমিফাইনাল বা ফাইনালে উঠলে, সেগুলোও দুবাইয়েই হবে। প্রসঙ্গত, গত বছর হাইব্রিড মডেলে ৫০ ওভারের এশিয়া কাপ আয়োজিত করে পাকিস্তান। গ্রুপের ম্যাচ, সেমিফাইনাল এবং ফাইনাল কলম্বোয় খেলেন রোহিত, বিরাটরা। এবারও তেমনই কিছু হতে চলেছে।
নানান খবর

নানান খবর

প্রবল বিদ্যুৎ বিভ্রাট স্পেনে, বার্সা-ইন্টার মিলান ম্যাচ হবে তো?

শাহরুখের বন্য উদযাপন দেখে সেদিন ভয় পেয়েছিলেন আক্রম, ১৩ বছর পরে শেয়ার করলেন আক্রম

পদ্ম সম্মান তুলে দেওয়া হল শ্রীজেশ-অশ্বিনদের হাতে, তারাদের মেলা রাষ্ট্রপতি ভবনে

'জাতীয় দল থেকে নিষিদ্ধ করা উচিত রুডিগারকে', কোপা দেল রে ফাইনালে রেফারিকে আইসপ্যাক ছোড়ার জের

কারা যাবে প্লে অফে? শতাংশের বিচারে কারা এগিয়ে জানুন

টানা তিনবার রিয়াল বধের পর ফুটছে বার্সেলোনা, এখন লক্ষ্য শুধুই ট্রেবল, সাফ বার্তা হ্যান্সি ফ্লিকের

কোপা দেল রে ফাইনালে রেফারিকে ছুঁড়ে মারেন আইসপ্যাক, প্রকাশ্যে ক্ষমা চাইলেন আন্তোনিও রুডিগার

রেফারিকে বরফ ছুড়ে মেরেছেন! ১২ ম্যাচের জন্য নিষিদ্ধ হতে পারেন রিয়াল তারকা

কলকাতা থেকে এবার রয়্যালসে! আইপিএলের মাঝেই নতুন অভিযানে অভিষেক নায়ার?

অলিম্পিক ক্রিকেটে সোনা পেতে মরিয়া চিন, ফাঁস করলেন স্টিভ ওয়া

ঝড়-বৃষ্টিতে পরিত্যক্ত কলকাতা-পাঞ্জাব ম্যাচ, এক পয়েন্ট করে পেল দুই দল

পাঞ্জাব ঝড়ের পরে কলকাতায় ঝড়ের সঙ্গী বৃষ্টি, ইডেনে বন্ধ খেলা

ইডেনে প্রিয়াংশ-প্রভসিমরন ঝড়, নাইটদের পাহাড় প্রমাণ রানের টার্গেট দিল পাঞ্জাব

১৪ বছরের বৈভবের জন্য শাস্ত্রীয় বচন! মেনে চললে উন্নতি হবেই

'তুই আমার মতো খেলতে পারবি না', রোহিতের মুখে আচমকাই এমন কথা কেন?